এবারের ঈদে গাড়ো কালারের থেকে হালকা কালারের পাঞ্জাবির চাহিদাই বেশি। বিশেষ করে ছেলেদের পোশাকে হালকা কালারের প্রাধান্য চোখে পড়ার মত।
কাপড়ে রয়েছে সুতির প্রাধান্য। সেই সুতিকেই আরও কিভাবে আরামদায়ক করা যায়, সেদিকেই মন দিয়েছেন ডিজাইনার রা।
কাটছাটে খুব একটা পরিবর্তন নাই, তবে একটা ট্রেন্ড দেখা যাচ্ছে, সেটা হচ্ছে আনকমন এম্ব্রইডারি ডিজাইন। হালকা ব্রাউন কালারের কাপড়ের উপর ম্যাচিং কালারের এম্ব্রইডারি ডিজাইন। দাওয়াতে বা বাইরে ঘোরাফেরার সময় এই লুকটি হতে পারে আদর্শ।
এখন যেহেতু একটু গরম তাই আরামদায়ক পাঞ্জাবির বড় একটি কালেকশন রয়েছে। যেহেতু ঈদ তাই এই পাঞ্জাবিগুলো একটু প্রিমিয়াম কোয়ালিটির। তবে এখন হালকা রঙের প্রাধান্য রয়েছে। এছাড়াও ফেব্রিকের বেলায় প্রাধান্য দেওয়া হয়েছে সামারকেই। আর বেশিভাগ পোশাক তৈরি হয়েছে কটন কাপড়ে।