গরমকাল এলেই পুরুষদের পোশাক নির্বাচনে দেখা যায় উল্লেখযোগ্য পরিবর্তন। অতিরিক্ত গরমে শার্ট বা পাঞ্জাবির বদলে পোলো শার্ট হয়ে ওঠে অন্যতম জনপ্রিয় আরামদায়ক ফ্যাশন চয়েস। অফিসের ক্যাজুয়াল ডে হোক বা বিশ্ববিদ্যালয়ে প্রতিদিন ক্লাসে যাওয়া, বন্ধুদের সঙ্গে আড্ডা কিংবা ছোটখাটো কোনো অনুষ্ঠানে যাওয়ার জন্যও অনেকেই বেছে নিচ্ছেন পোলো শার্ট।
এ সময় বাজারে দেশীয় ফ্যাশন ব্র্যান্ডগুলোও নিয়ে আসছে গরমের উপযোগী হালকা ও নিঃশ্বাস-প্রবাহযোগ্য কাপড়ে তৈরি নতুন কালেকশন। একরঙা, স্ট্রাইপ ও মিনিমাল ডিজাইনের পাশাপাশি ঠাণ্ডা রঙের ব্যবহার—যেমন: স্কাই ব্লু, অফ হোয়াইট, ল্যাভেন্ডার, নেভি, গ্রে ও লেমন ইয়েলো—বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ফ্যাশন সচেতন তরুণেরা ঢিলেঢালা ফিটিংয়ের পাশাপাশি স্মার্ট বডি ফিট পোলো শার্টেও আগ্রহী।
পোলো শার্টের বড় সুবিধা হলো—এটি নানা ধরনের প্যান্টের সঙ্গেই মানিয়ে যায়। চিনো, গ্যাবার্ডিন, এমনকি ডেনিমের সঙ্গেও আপনি পরতে পারেন আপনার পছন্দের পোলো টি-শার্ট। হালকা রঙের পোলো শার্টের সঙ্গে গাঢ় রঙের প্যান্ট এবং গাঢ় পোলো শার্টের সঙ্গে হালকা প্যান্ট পরলেই হয়ে যায় স্টাইলিশ লুক। সঙ্গে যোগ করতে পারেন লোফার, কনভার্স বা ফিতা দেওয়া কোল স্যান্ডেল।
পোলো শার্ট তৈরিতে সাধারণত ব্যবহৃত হয় নিট ফেব্রিক, যা স্ট্রেচেবল ও হালকা। এই গরমে ১১০–১৫০ জিএসএমের নিট কাপড় বেশি আরামদায়ক, কারণ এতে ঘাম কম হয় এবং সহজে বাতাস চলাচল করতে পারে। থার্মাল নিট কাপড়ের পোলো শার্ট এই সময়ের জন্য বিশেষভাবে উপযোগী।
কোথায় পাওয়া যাবেঃ
ঢাকার বসুন্ধরা সিটি, নিউ মার্কেট, যমুনা ফিউচার পার্ক, মৌচাক, আজিজ সুপার মার্কেটসহ দেশের প্রায় সব মার্কেটেই পাওয়া যাচ্ছে নান্দনিক ডিজাইনের পোলো শার্ট। পাশাপাশি, অনলাইন শপগুলোতেও এখন পাওয়া যাচ্ছে প্রিমিয়াম কাপড়ের, নিখুঁত ফিনিশিংয়ের পোলো শার্ট।
দাম কেমন?
ব্র্যান্ডের ওপর নির্ভর করে পোলো শার্টের দাম ৯০০ টাকা থেকে শুরু করে ২৮০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। আর নন-ব্র্যান্ডেড পোলো শার্ট পাওয়া যায় ৩৫০ থেকে ১০০০ টাকার মধ্যে।