ফ্যাশনের জগতে সময়ের সঙ্গে তাল মিলিয়ে পুরুষদের পোশাকেও এসেছে ব্যাপক পরিবর্তন। গ্রীষ্মের কড়া রোদে ঘাম-ভেজা দিনগুলোতে আরামের পাশাপাশি স্টাইলও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ঠিক এই সময়টাতেই পুরুষদের ফ্যাশন ট্রেন্ডে জায়গা করে নিয়েছে কিউবান কলার শার্ট—যা আজকের দিনে আধুনিক ও ফ্যাশন সচেতন তরুণদের অন্যতম পছন্দ।
কিউবান কলার শার্ট কী?
কিউবান কলার শার্টের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এর ওপেন, নরম ও নিচের দিকে চওড়া হওয়া কলার। সাধারণত বোতাম ছাড়া কলার স্টাইল হলেও, এতে মাঝখানে বোতাম থাকে এবং কলারটি ঘাড়ের একদম গলার কাছাকাছি উঠে যায় না। এতে থাকে রিল্যাক্সড ও স্মার্ট লুক—যা গ্রীষ্মে চমৎকারভাবে মানিয়ে যায়।
কেন কিউবান শার্ট গরমে বেস্ট?
আরামদায়ক ফ্যাব্রিক: সাধারণত কটন, লিনেন বা লাইটওয়েট ব্লেন্ড ফেব্রিকে তৈরি হওয়ায় এটি গরমে বেশ আরামদায়ক।
লুজ ফিটিং: বডির সঙ্গে আঁটসাঁট না হওয়ায় বাতাস চলাচল করে সহজে, ফলে গরমে ঘাম কম হয়।
ব্রিদেবল ডিজাইন: খোলা কলার এবং শর্ট স্লিভ থাকার কারণে এটি স্বস্তিদায়ক।
স্টাইলিশ ভিন্নতা: সাধারণ ফরমাল বা ক্যাজুয়াল শার্ট থেকে একদম আলাদা লুক দেয়, যা ট্রিপ, হ্যাংআউট বা ইভিনিং গ্যাদারিংয়ে ট্রেন্ডি ফ্লেয়ার যোগ করে।
কীভাবে পরবেন কিউবান কলার শার্ট?
চিনো বা লুজ ট্রাউজার: লুজ ফিট কিউবান শার্টের সঙ্গে লাইটওয়েট চিনো বা ট্রাউজার পরলে লুকটা আরও রিল্যাক্সড হয়।
শর্টসের সঙ্গে: ছুটির দিনে বা সমুদ্রপাড়ের ভ্রমণে কিউবান শার্টের সঙ্গে শর্টস হলে একদম পারফেক্ট সামার ভ্যাকেশন লুক তৈরি হয়।
গলার চেইন বা সানগ্লাস অ্যাড: হালকা সানগ্লাস বা একটি মিনিমাল গলার চেইন কিউবান শার্টের রেট্রো ফ্যাশনে স্টাইলের ছাপ রেখে যায়।
রঙ ও প্রিন্টে বৈচিত্র্য
এই শার্টে এখন পাওয়া যাচ্ছে একরঙা, হালকা প্রিন্ট, ফ্লোরাল কিংবা ট্রপিকাল ডিজাইন। ন্যুড, হোয়াইট, লাইট ব্লু, ওলিভ, সেজ গ্রীন কিংবা স্যান্ড কালারের কিউবান শার্ট এখন ট্রেন্ডের শীর্ষে।
Size? Cuban Collar Collection – গ্রীষ্মে আপনার স্টাইল গেমকে আরও এক ধাপ এগিয়ে নিন