জেনজিদের পছন্দ ড্রপড শোল্ডার টি-শার্ট

জেনজিদের পছন্দ ড্রপড শোল্ডার টি-শার্ট

সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয় ফ্যাশনেও। একুশ শতকের ট্রেন্ডে এখন যেমন রাজত্ব করছে জেনজিদের ফ্যাশন। ১৯৯৭ থেকে ২০১২ সালের ভেতর যাদের জন্ম, তারাই হলেন জেনজি।

মিনিমাল, লিঙ্গনিরপেক্ষ, ওভার সাইজড ও আরামদায়ক- বর্তমানে জেনজিদের স্টাইলের সঙ্গে এই শব্দগুলো জড়িয়ে আছে। ইউনিসেক্স বা লিঙ্গ নিরপেক্ষ পোশাকের ধারা প্রচলনকে চলতি ফ্যাশনের অন্যতম মাইলফলক বলে মনে করে থাকেন ফ্যাশন বিশেষজ্ঞরা।


পাশাপাশি এখনকার তরুণেরা ফ্যাশনের ক্ষেত্রে আরাম আর স্বাচ্ছন্দ্যকে অগ্রাধিকার দেয়। মিলেনিয়াল যুগের স্কিনি প্যান্টস, বডিকন আর হাইওয়েস্ট জিন্সের পরিবর্তে তাই তাদেরকে নিজেদের শরীরের মাপের চেয়েও বড় (ওভারসাইজ) আর ঢিলেঢালা পোশাকে ঘুরতে দেখা যায়। সে ধারায়ই আটসাঁট টিশার্টের চল উঠে গিয়ে তরুণ-তরুণীদের মধ্যে এখন তুমুল জনপ্রিয়তা পেয়েছে ড্রপ শোল্ডার স্টাইল।

 

ঢিলেঢালা ফিটিং এবং লম্বা হাতার এই স্টাইলকে ব্যাগি-ফিটও বলা হয়। ব্যাগি ফিটের ক্ষেত্রে ডিফাইনড ওয়েস্টলাইন বা কোমরের জন্য নির্ধারিত কোনো মাপ থাকে না। হাতা দুটিও বড়সড় হয়ে থাকে, এবং হাতার শেষে চওড়া কাফ থাকে।

 

ড্রপ শোল্ডার শার্ট বা টিশার্টের সঙ্গে ঢোলা জিন্স আর স্নিকার্সে দারুণ স্মার্ট লাগে। তবে একেবারেই ক্যাজুয়াল ধাঁচের এ পোশাক আনুষ্ঠানিক কোনো অনুষ্ঠানের জন্য মানানসই নয়।

 

সাধারণত যে সাইজের পোশাক ব্যক্তি পড়ে থাকেন, ড্রপ শোল্ডারের ক্ষেত্রে তাঁর চেয়েও অন্তত এক সাইজ বড় পোশাক বাছাই করা উচিত। শরীরের গড়ন যেমনই হোক, এই স্টাইল মানিয়ে যায় সবাইকে।

 

তরুণ প্রজন্মের কাছে টি-শার্ট এখন শুধু ক্যাজুয়াল পোশাক হিসেবে নয়, বার্তাবাহক হিসেবে তুলে ধরা হচ্ছে। অভিনব সব ডিজাইন ও স্টাইলের পাশাপাশি এতে ফুটিয়ে তোলা হচ্ছে যাপিত জীবনের যাবতীয় সুখ-দুঃখ, প্রিয় কার্টুন চরিত্র, প্রতিবাদ, সংলাপ প্রভৃতি।

 

ড্রপ শোল্ডার স্টাইলের টিশার্টের বিকিকিনি শুরুতে প্রায় পুরোটাই ছিল অনলাইননির্ভর। কাস্টমাইজড বা ক্রেতার ইচ্ছেমতো নকশায় পরিবর্তন আনার সুযোগ থাকায় এই ট্রেন্ড তরুণেরা দ্রুত লুফে নেয়। তবে এখন মার্কেটগুলোতেও ড্রপ শোল্ডার টিশার্ট, টপস, শার্ট বেশ চলছে। দোকানিরা শার্ট বা টপসের সাথে প্যান্ট মিলিয়ে সেট হিসেবেও দেদার বিক্রি করছেন।   

 

 



Related posts
একটু যত্নে বেছে নিন বেল্ট—আপনার ব্যক্তিত্বের পরিচয় ওখানেই
একটু যত্নে বেছে নিন বেল্ট—আপনার ব্যক্তিত্বের পরিচয় ওখানেই
  • আগ 27, 2025
  • 51 Views

একটু যত্নে বেছে নিন বেল্ট—আপনার ব্যক্তিত্বের পরিচয় ওখানেই

ঈদের আনন্দে নতুনত্বের ছোঁয়া: বিভিন্ন ডিজাইনের পাঞ্জাবি নিয়ে এসেছে
ঈদের আনন্দে নতুনত্বের ছোঁয়া: বিভিন্ন ডিজাইনের পাঞ্জাবি নিয়ে এসেছে
  • আগ 27, 2025
  • 18 Views

ঈদের আনন্দে নতুনত্বের ছোঁয়া: বিভিন্ন ডিজাইনের পাঞ্জাবি নিয়ে এসেছে