ঈদের আনন্দে নতুনত্বের ছোঁয়া: বিভিন্ন ডিজাইনের পাঞ্জাবি নিয়ে এসেছে

ঈদের আনন্দে নতুনত্বের ছোঁয়া: বিভিন্ন ডিজাইনের পাঞ্জাবি নিয়ে এসেছে

ঈদ মানেই নতুন পোশাকে রঙিন হয়ে ওঠা দিনের গল্প। আর মুসলিম বিশ্বের সবচেয়ে বড় এই উৎসবকে ঘিরে ফ্যাশনপ্রেমীদের চোখ থাকে দেশীয় ব্র্যান্ডগুলোর ঈদ আয়োজনে। ঈদুল ফিতরকে সামনে রেখে স্টাইলিশ, ট্রেন্ডি ও মানসম্পন্ন পোশাক নিয়ে হাজির হয়েছে জনপ্রিয় প্রিমিয়াম ফ্যাশন ব্র্যান্ড Size?।

 

পাঞ্জাবির স্টাইলেই ফুটুক ঈদের আনন্দ
পাঞ্জাবি যেন ঈদের পোশাকের অবিচ্ছেদ্য অংশ। Size?এর এবারের ঈদ কালেকশনে রয়েছে এক্সক্লুসিভ ডিজাইনের পাঞ্জাবিযেখানে আধুনিক ফ্যাশনের সঙ্গে মিলিয়ে রাখা হয়েছে ঐতিহ্যের ছোঁয়া। থাকছে সোলিড কালার, মিনিমাল এমব্রয়ডারি, রিচ ফেব্রিক ফিনিশিং ও কমফোর্ট ফিটিংএর মনকাড়া সমন্বয়।

রঙে ও ডিজাইনে বৈচিত্র্য
গ্রীষ্মের কথা মাথায় রেখে এই কালেকশনে রাখা হয়েছে হালকা ও শীতল রঙের প্রাধান্য। হোয়াইট, পিচ, মিন্ট গ্রিন, লাইট ব্লু, গ্রে, ল্যাভেন্ডার, ওলিভএই সব ট্রেন্ডি রঙে এসেছে নতুন নতুন ডিজাইন। একরঙা এবং হালকা প্রিন্টেড কটন, লিনেন ও মিশ্র ফেব্রিকে তৈরি এই পাঞ্জাবিগুলো গরমের মধ্যেও দিবে আরাম ও স্টাইলের নিশ্চয়তা।

 

আরও থাকছে ঈদের ফ্যাশন অনুষঙ্গ
পাঞ্জাবির পাশাপাশি Size?এর ঈদ কালেকশনে থাকছে- স্টাইলিশ ফরমাল ও ক্যাজুয়াল শার্ট, ড্রপ শোল্ডার ও গ্রাফিক টি-শার্ট, কমফোর্টেবল পোলো শার্ট, পাওয়ার লুক দেওয়া ব্লেজার ও শু কালেকশন

 

 

অনলাইন অর্ডার ও শোরুম থেকে ট্রায়াল
গ্রাহকদের সুবিধার্থে Size?এর ঈদ কালেকশন এখন অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমেই পাওয়া যাচ্ছে।

 



Related posts
একটু যত্নে বেছে নিন বেল্ট—আপনার ব্যক্তিত্বের পরিচয় ওখানেই
একটু যত্নে বেছে নিন বেল্ট—আপনার ব্যক্তিত্বের পরিচয় ওখানেই
  • আগ 27, 2025
  • 53 Views

একটু যত্নে বেছে নিন বেল্ট—আপনার ব্যক্তিত্বের পরিচয় ওখানেই

গ্রীষ্মে স্টাইল ও আরামের সমন্বয়: জনপ্রিয়তায় কিউবান কলার শার্ট
গ্রীষ্মে স্টাইল ও আরামের সমন্বয়: জনপ্রিয়তায় কিউবান কলার শার্ট
  • আগ 27, 2025
  • 22 Views

গ্রীষ্মে স্টাইল ও আরামের সমন্বয়: জনপ্রিয়তায় কিউবান কলার শার্ট